Posts

Showing posts from March, 2024

ইউপি চেয়ারম্যানের বর্বরতা ‘বাবারে আমারে ছাইড়া দে বইলা চিৎকার করছিল হাশেম’

Image
  চোর অপবাদ দিয়ে হাশেম আলীকে মারধর করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারধরে তাঁর পা ভেঙে গেছে। শনিবার দুপুরে  ‘ বাবারে আমারে ছাইড়া দে বইলা চিৎকার করছিল হাশেম। চেয়ারম্যানের পায়ে ধইরা কইছিল, আমি একটু খারাপ হইলেও চোর না। চেয়ারম্যান আর চেয়ারম্যানের দুই পোলায় খালি তারে কইতে কয়, “স্বীকার কর তুই মোবাইল চোর।” হাশেম কয়, “না, আমি চোর না। রাস্তা দিয়া যাওয়ার সময় জানালা দিয়া উঁকি দিছিলাম।” হাশেমের বউও কয়, “আমার জামাই চোর না।” পরে বউরে গেটের বাইরে পাঠাইয়া হাশেমরে পাইপ দিয়া পিটাইতে থাকে তারা। চিৎকার করলেও মাইর থামায় নাই চেয়ারম্যান।’ ne ws ঢাকার ধামরাই উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় নির্যাতনের শিকার ঠিকাদার মো. হাশেম আলীকে (৩৯) মারধরের বর্ণনা এভাবেই দেন এক প্রত্যক্ষদর্শী। গত মঙ্গলবার চোর অপবাদ দিয়ে তাঁকে মারধর করেন স্থানীয় কুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান ও তাঁর স্বজনেরা। ওই দিনের ঘটনায় এলাকাবাসী হতবাক হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, ‘হাশেমকে ভেতরে নিয়ে চেয়ারম্যান পা দিয়ে উঠানের পাক

\আলিবাবার মাধ্যমে, স্কাইটেক আন্তঃসীমান্ত ব্যবসায়িক প্রশিক্ষণ প্রদান করবে।

Image
দেশীয় নির্মাতা ও উদ্যোক্তাদের পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গ্লোবাল ই-কমার্স জায়ান্ট আলিবাবার চ্যানেল ব্যবহার করতে শনিবার (৯ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 'ট্রেডিং বিয়ন্ড বর্ডার' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ২৫০ ই-কমার্স উদ্যোক্তা ও নির্মাতা অংশ নেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান। দেশীয় ই-কমার্স উদ্যোক্তাদের পণ্যগুলো দেশের বাইরে রপ্তানী করে রেমিটেন্স আনার সুযোগ এবং ক্রস বর্ডার ই-কমার্স পলিসি বিষয়ে আলোচনা করেন তিনি। news এরপর লোকাল টু গ্লোবাল বিজনেস সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেন স্কাইটেকের হেড অব ডিজিটাল মার্কেটিং কামরুল হাসান। দেশের বাজার এবং আন্তর্জাতিক বাজারের তুলনা, পণ্য রপ্তানী করার ধাপসমূহ এবং রপ্তানী করার জন্য প্রয়োজনীয় বিষয়-মার্কেটিং, লজিস্টিক সাপোর্ট, কোম্পানি রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন তিনি। আলিবাবা, ইবে এবং এমাজনে পণ্য রপ্তানী করে সফল হয়েছেন এমন কিছু উদ্যোক্তাদের সাকসেস স্টোরি শেয়ার করেন তিনি। এই সেশনের শেষে প্রশ্নোত্তর পর্বে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্কাইটেকের হেড অব ডিজিটাল মার্কেটিং কামরুল হ